বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতের ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও বড় ক্ষতির মুখে পড়ে বিমান দুটি। সংঘর্ষে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে। খবর সিবিসি নিউজের।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। দুটি বিমানই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের।জানা গেছে, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে ৫৭ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটটি লা গুয়ারিদা বিমানবন্দরে অবতরণ করে। একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটটি।তখন রানওয়েতে থাকা ৫০৪৭ নম্বর ফ্লাইটটিতে ধাক্কা দেয় অবতরণ করা বিমানটি। ফলে একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে। আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে।...