০২ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পেপুলবাড়ীয়ায় "সীমান্ত মানব কল্যাণ সংস্থার" উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন (আজাদ)। এই মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার (নিপা), সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন আক্তার অন্তরা এবং মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জু জামান সুরুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাবিবর হোসেন। সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক জহিরুল হক (টোটন)। আয়োজকরা জানান, সীমান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর...