০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান লিটন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি মাদক, সড়ক সংস্কার, ময়লা আবর্জনাসহ সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার আহ্বান জানান তিনি। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টে হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম। এ সময় বিএনপি নেতা মিজানুর রহমান লিটন বলেন, একটি পরিচ্ছন্ন হাজীগঞ্জের স্বপ্ন দেখি আমি। বর্তমানে প্রশাসনে আওয়ামী প্রেতাত্মাদের কারণে মহাসড়ক সহ রাস্তাঘাটের বেহাল দশা। প্রশাসন হাজীগঞ্জ বাজার, চৌরাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগ লাগবে জরুরি ব্যবস্থা নিতে হবে। আমাদের দল ক্ষমতায় না থাকলেও আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই...