এশিয়া কাপ শেষ হলেও থেমে নেই ভারত ও পাকিস্তানের মধ্যকার নানা বিতর্কিত ঘটনার রেশ। হেন্ডশেক কাণ্ড থেকে শুরু করে ট্রফি গ্রহণ না করা— সবকিছু নিয়েই চলছে আলোচনা। এর মাঝে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। নারী ওয়ানডে বিশ্বকাপের মেগা আসরে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের খেলা। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের মতো ঘটনা ঘটতে যাচ্ছে নারী বিশ্বকাপেও। আর সেই সম্ভাবনায় রসদ জুগিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিসিসিআইয়ের সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে নারী বিশ্বকাপেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য ভারতীয় ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে ছেলেদের এশিয়া কাপের মতো নারী বিশ্বকাপেও একই কাণ্ড ঘটাতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও। সংবাদমাধ্যমটি বিসিসিআইয়ের সেই সূত্রে জানায়, ‘বোর্ড থেকে ভারতীয় খেলোয়াড়দের জানানো হয়েছে, টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের...