কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের নয় ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রাত ৯টার দিকে ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পা পিছলে ডোবার পানিতে পড়ে রাইসার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।বার্তাবাজার/এমএইচ কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের নয় ঘণ্টা পর...