রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর শোভাযাত্রা নিয়ে সদরঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে। এবার বেশ নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা আশা করে বলছেন, প্রতিবছরই যেন এভাবে পূজা করতে পারেন, সেটাই তাদের চাওয়া। ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গাকে বিদায় দিতে এসেছেন রবীন্দ্রসংগীতশিল্পী মীরা মন্ডল। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণ আগেই ঘট বিসর্জন করা হয়েছে, এই ঘট বিসর্জন মানেই আমাদের মাকে বিসর্জন দেওয়া। এবার আমরা খুব ভালোভাবে জাঁকজমকের সহিত পূজা করতে পেরেছি। যেন এ বছরের মতো সবসময় সবাই মিলে একসঙ্গে সুন্দর করে পূজা করতে পারি, এটাই কামনা করি। মীরা মন্ডল বলেন, মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, আমাদের দেশটা যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে, কারও...