ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত হাজতির নাম মো. আমির হোসাইন (৩৮)। তার হাজতি নম্বর ৮৫২৬/২৫ এবং বাবার নাম মৃত আব্দুল বারেক। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। কারারক্ষী আরমান বলেন, ‘বুধবার দিনগত রাতের দিকে হাজতি আমির হোসাইন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে মৃত্যু হয় তার।’ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের...