মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটঘেঁষা রাজ্যগুলোতে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দুই হাজার ৬০০ কোটি ডলার আটকে দিয়েছে। সরকারের আংশিক শাটডাউনকে কাজে লাগিয়ে ডেমোক্র্যাটদের অগ্রাধিকারমূলক কর্মসূচিকে নিশানা বানানো হবে এমন হুমকি দেওয়ার পর বুধবার তারা এ সিদ্ধান্তের কথা জানায়। যে অর্থ আটকে দেওয়া হয়েছে তার মধ্যে এক হাজার ৮০০ কোটি ডলারই ছিল নিউ ইয়র্কের পরিবহন সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের জন্য। নিউ ইয়র্কেই মার্কিন কংগ্রেসের শীর্ষ দুই ডেমোক্র্যাট নেতার বাস। এর পাশাপাশি হোয়াইট হাউস ক্যালিফোর্নিয়া ও ইলিনয়সহ ১৬টি ডেমোক্র্যাটশাসিত রাজ্যের সবুজ-জ্বালানি প্রকল্পগুলোতে বরাদ্দ আরও ৮০০ কোটি ডলারও আটকেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ার করে বলেছেন, শাটডাউন কয়েক দিনের বেশি দীর্ঘায়িত হলে ফেডারেল কর্মীদের ওপর ট্রাম্প প্রশাসনের খড়্গ আরও সম্প্রসারিত হতে পারে। রিপাবলিকান প্রশাসনের এসব পদক্ষেপে বোঝা যাচ্ছে,...