এসব ছড়ানো তথ্য কতটুকু সত্য, চলুন এআই এর কাছ থেকেই জেনে নিই। বিষয়টি নিয়ে বিশ্বখ্যাত চ্যাটজিপিটি বলছে, না, এআই ২০২৭ সালে পৃথিবী ধ্বংস করবে না। এটা এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন এবং বাস্তবতা থেকে অনেক দূরের একটি ধারণা। এআই নিয়ে অনেক সায়েন্স ফিকশন বই, সিনেমা, এবং ষড়যন্ত্রমূলক ধারণা ছড়িয়ে পড়েছে, যেখানে "এআই পৃথিবী দখল করে নিচ্ছে" বা "মানবজাতিকে ধ্বংস করে ফেলছে" এমন চিত্র আঁকা হয়। এগুলো মজার কল্পনা হতে পারে, কিন্তু এখনকার বাস্তবতা তা নয়। হ্যাঁ, কিছু সম্ভাব্য ঝুঁকি আছে, যদি সেগুলো নিয়ন্ত্রিত না হয়: স্বায়ত্তশাসিত অস্ত্র (Autonomous Weapons): যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এআই যদি নিয়ন্ত্রণের বাইরে যায়। ভুল তথ্য ছড়ানো (Disinformation): এআই ব্যবহার করে ভুয়া খবর, ভিডিও তৈরি করা (Deepfake)। চাকরির বাজারে প্রভাব: অনেক কাজ অটোমেশনের কারণে হারিয়ে যেতে পারে। সুপারইন্টেলিজেন্স: ভবিষ্যতে...