০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার দুই শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এনসিপির কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। এই আবেদনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে। অব্যাহতি চাওয়া দুই নেতা হলেন: এবাদত আলী, কুষ্টিয়া জেলা শাখার এক নম্বর যুগ্ম সমন্বয়কারী ও শরিফুল ইসলাম সবুজ, দুই নম্বর সদস্যএবাদত আলী তার আবেদনপত্রে উল্লেখ করেন, “আমি জুলাই ২০২৪ আন্দোলনে একজন নিবেদিত সমর্থক হিসেবে সক্রিয় ছিলাম। গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠনে কুষ্টিয়া সদরে প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি। পরে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে আমাকে কুষ্টিয়া জেলার ১ম যুগ্ম...