এনপিসির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন বলেছেন, শাপলা এককভাবে জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকে পাটপাতা, ধানের শীষের সাথে ভাসমান শাপলা রয়েছে। সব মিলে জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে। আমরা শুধু শাপলা ফুলকে এনসিপির প্রতীক হিসেবে চেয়েছি, কিন্তু আমাদের শাপলা প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন। তাদের (নির্বাচন কমিশন) মধ্যে নিরপেক্ষহীনতা দেখছি না।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জাতীয় ফল কাঠাল, জাতীয় পশু বাঘও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দেখা আছে। জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাও উচ্চ আদালতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তারপরেও তারা সেটা প্রতীক হিসেবে পেয়েছেন। কিন্তু এনসিপিকে শাপলা দেয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বায়াস...