গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর হামলা ও আটকের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে এখনই থামাতে হবে। খবর আল জাজিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, গাজা-মুখী নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ানকে ইসরায়েলি বাহিনী আটক করেছে।ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের মুক্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের নেতাদের—যেমন তুরস্ক, মিশর এবং কাতারের—সহায়তা চাইবেন।প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আবারও বলছি—ইসরায়েলের এ অন্যায় শাসন ব্যবস্থা এখনই অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে মানুষের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে মালয়েশিয়া চুপ থাকবে না।বার্তাবাজার/এমএইচ গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর হামলা ও আটকের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে এখনই থামাতে হবে। খবর আল জাজিরা।...