নিজস্ব প্রতিবেদক : একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামী ব্যাংক — সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ারদর নতুন করে বাড়তে শুরু করেছে। গত চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে এসব ব্যাংকের শেয়ারে ৩৬ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত দরবৃদ্ধি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও নজরুল ইসলাম মজুমদার–এর প্রভাবমুক্ত করতে এবং ব্যাংক খাতকে স্থিতিশীল করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫’ জারি করে। এর আওতায় এই পাঁচ ব্যাংককে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত হয়।এই উদ্যোগ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা অনুদান/প্যাকেজ বরাদ্দ দিয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংকগুলোর খেলাপি ঋণ ও সম্পদের ঘাটতির কারণে শেয়ারহোল্ডারদের কিছু না দেওয়ার প্রাথমিক ঘোষণা ছিল। কারণ,...