ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি জানিয়েছেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। ডেট যখন ফিক্সড হবে, তখন আপনারা জানতে পারবেন।” প্রবাসীদের দাবি-দাওয়া বিষয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, তার বক্তব্যে বিষয়টা প্রাধান্য পেয়েছে। আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি, যাতে এটা কার্যকর হয়। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ইট ওয়াজ রিপ্রেজেন্টেশন একরোজ পলিটিক্যাল পার্টিস,...