শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহ শেষ হলো দেবী বিসর্জনের মধ্য দিয়ে। শুভ বিজয়ার দিনে ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকা মুখর হয়ে ওঠে দেবীর ভক্তদের ভিড়ে। ছবি: মাহবুব আলম বিকেল থেকেই ট্রাকে করে একে একে প্রতিমা নিয়ে আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলধ্বনি, ঢাকের বাজনা আর শঙ্খধ্বনিতে মুখর চারদিক। প্রতিমা বহনকারী শোভাযাত্রা সদরঘাট এলাকায় পৌঁছালে শুরু হয় নৌকা যাত্রার প্রস্তুতি। ভক্ত-অনুরাগীরা গান-বাজনা ও উল্লাসে মেতে উঠে দেবী দুর্গার প্রতিমা নৌকায় তোলেন। এরপর বুড়িগঙ্গার বুকে ধীরে ধীরে বিসর্জন দেওয়া হয় দেবীকে। মায়ের বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে ওঠেন ভক্তরা। চোখে-মুখে আনন্দ ও দুঃখের মিশ্র আবেগ-একদিকে দেবীর বিদায়ের বেদনা, অন্যদিকে আগামী বছরে আবার ফিরে আসবেন দেবী, সেই আশ্বাস। এবারের বিসর্জনকে কেন্দ্র করে সদরঘাট ও আশপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে টহল চালান।...