হ্যাকাররা কয়েকজন নির্বাহীর কাছে চাঁদা চেয়ে ইমেইল পাঠাচ্ছে বলে দাবি করেছে অ্যালফাবেটের গুগল। বৈশ্বিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির অভিযোগ, ইমেইলে ওরাকলের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থেকে সংবেদনশীল ডেটা চুরির দাবি করছে হ্যাকাররা। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ক্লপ নামের র্যানসমওয়্যার গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা একটি গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে ইমেইল পাঠাচ্ছে। মেইলগুলোতে বলা হচ্ছে তারা ‘ওরাকল ই-বিজনেস স্যুট’ থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে। তবে গুগল সতর্ক করে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এসব দাবির সত্যতা যাচাই...