জামালপুরের দেওয়ানগঞ্জে ফজলুল হক (৪০) নামে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে, কে। ফজলুল হক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। জানা যায়, প্রায় তিন মাস আগে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া শেখপাড়া গ্রামে ‘ডিএনবি (ডেভলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ)’ নামের একটি এনজিওর শাখা অফিস খোলেন। মাসিক ভাড়ায় নেয়া দুই কক্ষের ওই অফিস থেকে তিনি সুদবিহীন ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রামে মহিলাদের দিয়ে কমিটি গঠন করেন। প্রতিটি কমিটিতে ১০-১৫ জন করে সদস্য করে সপ্তাহে ৫০ থেকে ১০০ টাকা করে সঞ্চয় সংগ্রহ করতেন। গ্রাহকদের তিনি প্রতিশ্রুতি দেন, ওই সঞ্চয় ও ঋণের মাধ্যমে ছাগল, গরু, সেলাই মেশিনসহ বিভিন্ন সম্পদ কেনার সুযোগ করে দেবেন। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ...