রাজধানীর লালবাগে ছারপোকা দমনে ব্যবহৃত ওষুধের বিষক্রিয়ায় মো. জীবন হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জীবন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি বর্তমানে লালবাগ শহীদনগরে ভাড়া থাকতেন এবং বাবার সঙ্গে ভাঙারি ব্যবসা করতেন। জীবনের বাবা নুর ইসলাম জানান, বুধবার রাতে তিনি বাসার সব কক্ষে ছারপোকা মারার ওষুধ দেন। এরপর তিনি ও পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় চলে যান। জীবন একাই ঘরে থেকে নিজের রুমের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ডাকাডাকি করে...