এই মুহূর্তে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। এটি শেষ করার পরেই ফারহান আখতারের ‘ডন থ্রি’-এর কাজ শুরু করবেন। এরমধ্যেই খবর, এবার ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। জয় মেহতা পরিচালিত এই সিনেমাটির নাম ‘প্রলয়’।বেশ আগে থেকেই সিনেমাটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সিনেমাটির নাম জানা গেল। এর আগে বিভিন্ন চরিত্রে দর্শকের মন কাড়লেও এবারই প্রথমবার ‘জম্বি’ হবেন রণবীর।পিঙ্কভিলা বলছে, রণবীর সিং এবং জয় মেহতা এই জম্বি ভিত্তিক পোস্ট-অ্যাপোক্যালিপটিক চলচ্চিত্রের জন্য আপাতত একটি শিরোনাম নির্ধারণ করেছেন, যেটির নাম ‘প্রলয়’।জানা গেছে, ছবিটি একটি মানবিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে, যা একজন মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার পরিবারকে বাঁচাতে কতদূর যেতে পারে তা দেখাবে।ভারতীয় গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, রণবীর স্ক্রিপ্টটি নিয়ে অত্যন্ত আগ্রহী এবং...