আসন্ন বাজেট কাটছাঁট বাতিলের দাবিতে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্সজুড়ে ২৪০টিরও বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা আরও বিক্ষোভ ও ধর্মঘট পালনের প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীরা বলে সিজিটি ইউনিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনতে চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এখনও মন্ত্রিসভা গঠন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। তবে ইউনিয়ন নেতারা চাইছেন সরকারি খাতে আরও ব্যয় বৃদ্ধি, ধনীদের ওপর বেশি কর আরোপ এবং রাষ্ট্রীয় পেনশনে আনা পরিবর্তন বাতিল। এই নেতাদের মধ্যে কট্টরপন্থী সিজিটি এবং ফ্রান্সের সবচেয়ে বড় ইউনিয়ন সিএফডিটি প্রধানরাও রয়েছেন। সিজিটি’র মহাসচিব সোফি বিনে বি এফ এম টিভিকে বলেন, “প্রথমেই আমরা জানতে চাই সরকার কারা হবে… এরপর আমরা জানতে চাই বাজেট...