আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি জানিয়েছে, ৭ অক্টোবরের আগে সকাল বেলা তাদের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন। এদিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে মোট প্রায় ৪০ জনের মতামত ও পরামর্শ নেওয়া হবে। এর আগে ২৮ সেপ্টেম্বর ভোট সংলাপ শুরু করেছে ইসি। ওইদিন সুশীল...