এর আগে গত ২৭শে সেপ্টেম্বর দিলপাশার ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল চলাকালে বিএনপি নেতা লিয়াকতকে প্রেমিক দাবি করে ওই নারী স্ত্রীর স্বীকৃতি লাভের জন্য সেখানে অবস্থান নিলে হট্টগোল বাধে। মুহূর্তের মধ্যেই সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই নারী বিএনপি নেতা লিয়াকতের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি ও ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। দলটির শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আপনার সঙ্গে একজন নারীর অনৈতিক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে এহেন অনৈতিক ফোনালাপ কোনোভাবেই কাম্য নয়। আপনার এই ফোনালাপের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীদ্বয়ের নিকট সশরীরে উপস্থিত হয়ে যথাযথ জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া...