চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মাছচাষি বাইরুল ইসলাম আজ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। প্রায় এক দশক ধরে এই পেশার সাথে জড়িত বাইরুল ইসলাম শুরুতে লাভ করতে না পারলেও এখন মাছ চাষ করেই বছরে আয় করছেন ১০ থেকে ১২ লাখ টাকা। প্রথমদিকে অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। আর পোনা কিনতেন বিভিন্ন জায়গা থেকে। এতে উৎপাদন খরচের প্রায় এক-তৃতীয়াংশ চলে যেত শুধু পোনা কিনতেই। দুই বছর ধরে তিনি নিজেই মাছের ডিম কিনে পোনা উৎপাদন শুরু করেছেন। এতে করে মাছের পোনা কেনার খরচ যেমন কমেছে, তেমনি অতিরিক্ত পোনা বিক্রি করে প্রয়োজনীয় অন্যান্য খরচও উঠে আসছে। বর্তমানে তিনি ২০ বিঘার ৫টি পুকুরে মাছ চাষ করছেন। বাইরুল ইসলাম জানান, প্রায় সাত-আট বছর বাইরের পোনা কিনে মাছ চাষ করতেন। এতে লাভের...