তিনি বলেন, জামায়াত ধর্ম ব্যবসায়ী। তারা ভোটের জন্য সবসময় ইসলামকে ব্যবহার করে। জামায়াত খ্রিস্টানদের খুশি করতে দলীয় নতুন লোগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে, তারা ইসলামের নামে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে জনগণের দল নয়। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর দল। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিদেশিরা একসময় যাকাত দিতে চেয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমাকে কর্মের ব্যবস্থা করে দাও। অথচ জামায়াতের কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারা নাকি বিদেশিদের কাছ থেকে যাকাত নিয়ে আসবেন। উনার এ বক্তব্যে জাতি হিসেবে আমাদের লজ্জিত করেছে, বিশ্বের কাছে আমাদের ছোট করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সম্পাদিকা পুতুল বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ...