যে ১৩টি নৌযান আটক করেছে ইসরাইলের নৌবাহিনী, সেসব নৌযানে ক্রু এবং যাত্রী ছিলেন ২ শতাধিক। তাদের মধ্যে ম্যানুয়েল বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলম্বিয়ান নাগরিকও আছেন। আটকদের সবাইকে ইসরাইলের বন্দরে রাখা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী। দুই নাগরিককে আটকের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন গুস্তাভো পেত্রো। এ প্রসঙ্গে কলাম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার জলসীমা থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানবহরে হামলা চালিয়ে ১৩টি নৌযান আটক করে ইসরাইলি নৌবাহিনী। এটা আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক...