নড়াইল: মাছ চাষ আর কৃষি কাজ করে মোটামুটি ভালোই চলছিল শিমুলের সংসার। তবে বছর তিনেক আগে পানিতে মাছের ঘের ভেসে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।ডুবতে থাকেন দেনার দায়ে। সংসার চালানোর জন্য অন্যের মাছ মোটরসাইকেলে করে নড়াইল, নোয়াপাড়া, যশোরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা শুরু করেন। তাতেও যেন কুলিয়ে উঠতে পারছিলেন না। নিজে ভালো থাকতে এবং পরিবারকে ভালো রাখতে সুদে টাকা নিয়ে, জমি বন্ধক রেখে ও মোটরসাইকেল বিক্রি করে পাড়ি জমান সৌদি আরবে। তবে ভাগ্য সহায় না হওয়ায় পাননি কাঙ্ক্ষিত চাকরি। বর্তমানে অবৈধ হয়ে মরুভূমিতে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। ছেলেকে বিদেশে পাঠিয়ে সুন্দর জীবনযাপনের আশা করেছিল পরিবার। কিন্তু সেই আশা আজ গলার কাঁটা হয়ে আছে সবার কাছে। বিদেশে কাঁদছেন শিমুল আর বাড়িতে কাঁদছেন তার বাবা-মা ও স্ত্রী। এ বিষয়ে দালালদের...