কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া-রাজাখালী ইউনিয়নের টইটং খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ছেড়েছিলেন এলাকার লোকজন। দুই বছর আগে কাজ শুরুর পর পাইলিংসহ অল্প কিছু কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। যার কারণে গত ছয় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এর ফলে ২ ইউনিয়নের হাজারও মানুষ এখনও দুর্ভোগে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ ডাইভারশন সড়ক ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পেকুয়া উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, রাজাখালী-মগনামা উপকূলীয় সড়কের টইটং খালের ওপর ৪০ দশমকি ৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমকি ৩ মিটার প্রস্থের একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু...