সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। বৃহস্পতিবার দুপুরে খামারবাড়ির কেআইবিতে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মণ্ডপেও এ চিত্র দেখা যায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। গানের তালে তালে আনন্দ-উৎসব করতেও দেখা যায়। সকালে সমাপনী পূজা, তারপর মন্দিরে প্রণাম এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা। এদিকে বিজয়া দশমীর দিনে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। তাছাড়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার জন্য ট্রাকের ব্যবস্থাও করা হয়েছে। সনাতন...