ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা শিশুসহ দুজন নিহত নিহত হয়েছেন। নিহতরা হলেন- পূর্বাতান এলাকার ভ্যানচালক নজরুল ইসলাম (৫৫) ও চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সিফাত হোসেন (১০)। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন। স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ভ্যানে সিফাতসহ কয়েকজন যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে আঠারো মাইল এলাকায় মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। এসময় আহত হন চালক নজরুলসহ দুজন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে...