ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বব্যাপী সংগঠিত সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ রওয়ানা দিয়েছে। সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে আছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। যাতে ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ আছেন। জাহাজের এই বহরে যোগ দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার। সুমুদ ফ্লোটিলার কিছু জাহাজ ইসরায়েল বাহিনীর হাতে জিম্মি রয়েছে। একটি জাহাজ তীরের কাছাকাছি পৌঁছে গেছে। তাই তো শ্বাসরুদ্ধকর এই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট লক্ষ্য করা গেছে। মাহিরা ইসলাম লুবাবা লিখেছেন, ‘১৩টি জাহাজ আটকে রাখার পরও গাজার দিকে যাচ্ছে আরও ৪০টি জাহাজ। এটাই গাজার প্রতি ভালোবাসা। জীবন দিয়েও তাদের সহযোগিতা করা। এটাই ইসলামের শক্তি।’ মঈন মুরসালিন লিখেছেন, ‘যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো...