‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবনে অনারম্বরপূর্ণ অনুষ্ঠানে এ ওয়েব পেজের যাত্রা শুরু হয়। পেজটি স্ক্যান করার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। 'সবার জন্য স্বাস্থ্য' ও 'সার্বজনীন চিকিৎসা' ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ওয়েবঅ্যাপ চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই উদ্যোগের পেছনে সরাসরি নেতৃত্বে ছিলেন, বিএসআইসি এর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডা.এম এ তাইফুল হক, ডা.মো. মেহরাব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আ ন ম মনোয়ারুল কাদির...