যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপসানলয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে। ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম বিবিসিকে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলাকারীকে ইতিমধ্যে নিবৃত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং ম্যানচেস্টারের পুলিশ সদস্যরা হামলাকারীকে থামিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ জানায়, হামলাকারীকে গুলি করা হয়েছে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি স্পষ্ট করেনি পুলিশ। ম্যানচেস্টারের এ সিনাগগে এ হামলার ঘটনা ঘটেছে ইহুদি ধর্মের বর্ষপঞ্জিকার সবচেয়ে পবিত্র ইয়ুম কিপ্পুরের দিনে। এদিন ইহুদিরা উপবাস থাকে। এছাড়া নিজেদের উপসানলয় সিনাগগে জড়ো হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন। ছুরি...