নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট ফজলুর রহমান তার রাজনৈতিক জীবন এবং বিএনপিতে যোগদানের পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি জানান, তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রলীগ থেকে, যেখানে তিনি একসময় সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি প্রথমে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন, তবে পরে সেই দলের সঙ্গ ছেড়ে তিনি কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন। যদিও এই দল থেকেও তিনি দূরে সরে আসেন। এরপর একটি মোড় আসে তার রাজনীতিতে, যখন তাকে বিএনপির রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করেন দুই বিশিষ্ট ব্যক্তি—ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং নুরুল কবির। ডা. জাফরুল্লাহর সঙ্গে তার সম্পর্ক ১৯৭৯ সাল থেকে গড়ে ওঠে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময়, ডা. জাফরুল্লাহ তার এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে...