২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ কোনো শহর থেকে সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিতে পারবেন না, বরং সে দায়িত্ব একমাত্র ফিফার—এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) প্রেসিডেন্টও তিনি। লন্ডনে ‘দ্য সামিট’ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্তাগ্লিয়ানি বলেন, “এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার। সিদ্ধান্তও নেবে ফিফাই। বর্তমান বিশ্বনেতাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ফুটবল তাদের চেয়ে বড়। ফুটবল বেঁচে থাকবে তাদের সরকার, তাদের শাসন এবং তাদের স্লোগানের বাইরেও।” ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, যদি তিনি মনে করেন কোনো শহর “অল্প হলেও বিপজ্জনক”, তবে তিনি বিশ্বকাপ ম্যাচ সেখান থেকে সরিয়ে নেবেন। বিশেষ করে সান ফ্রান্সিসকো ও সিয়াটলের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সেগুলো “চরমপন্থী বামপন্থীদের নিয়ন্ত্রিত, যারা জানে না তারা...