গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। খবর আলজাজিরার। এখন পর্যন্ত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ২১টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, ইসরায়েলের ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সুতারং ফিলিস্তিনি জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। নৌযানে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিন। মন্ত্রণালয় বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য ইসরায়েলের অমানবিক ও অবৈধ অবরোধ ভেঙে তাদের ‘ক্ষুধার নীতি‘ ও গণহত্যা বন্ধ করা। বিবৃতির শেষে ‘সাহসী অংশগ্রহণকারী’ এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে...