বিএনপির পদ স্থগিত হওয়া প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধাঅ্যাডভোকেট ফজলুর রহমানজানিয়েছেন, দুজন ব্যক্তির কথায় তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এক সময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি। একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতিকে যুক্ত হন।তাকে বিএনপিতে যোগদানের বিষয়ে দুজন ব্যক্তি উদ্ধুদ্ধ করেন। ফজলুর রহমান বলেন, বিএনপিতে যাওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ...