সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বরিশাল জেলার ৬২৫টি পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত ছিলেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সনাতন ধর্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও তারাও বসেছিলেন না। জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়া ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক তৎপর ছিলেন। গত রবিবার দুর্গাপূজা শুরুর পর থেকে...