দেশব্যাপী মুক্তির পর থেকেই আলোচনায় মেহজাবীন চৌধুরী অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘সাবা’। সমালোচক থেকে সাধারণ দর্শক— যারাই দেখছেন, সবাই সিনেমাটির প্রশংসা করছেন! এবার প্রশংসার তালিকায় নাম লিখিয়েছেন তারকা অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। ‘সাবা’ সিনেমার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভিন্নরকম এক আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি। ছবির সেই দৃশ্যে সাবটাইটেলে লেখা ছিল— “Want to keep her alive….”। দৃশ্যটি দেখে আবেগাপ্লুত তিশা নিজের মাকে মনে পড়ার প্রসঙ্গটিও লিখেছেন। তিশাল ভাষায়,“ “Want to keep her alive….”— এই লাইনটা আমাকে আমার নিজের মায়ের কথা মনে করিয়ে দিল! ভীষণ শক্তিশালী ও প্রভাবশালী চলচ্চিত্র ‘সাবা’।” এনময় মেহজবীনের অভিনয়ের প্রশংসা করে তিশা লিখেন, “মেহজাবীন, তোমার অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে, কাঁদিয়েছে। মোস্তফা মনোয়ার ভাই, আপনিও দারুণ ছিলেন। ভালো লেগেছে, অনুভব করেছি! ধন্যবাদ মাকসুদ...