০২ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম ইসরাইলি নৌবাহিনীর দ্বারা গাজামুখী ‘সামুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানায়, গাজায় চলমান ‘ভয়াবহ মানবিক সংকট’ নিরসনে ইসরাইলকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) আরও জানায়, তারা সামুদ ফ্লোটিলার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট একাধিক ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এই পরিস্থিতি যেন নিরাপদে সমাধান করা হয়, সে বিষয়টি ইসরাইলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।ইসরাইল সরকারের দায়িত্ব হচ্ছে গাজার ভয়াবহ মানবিক সংকটের সমাধান করা। বিবৃতিতে আরও বলা হয়, এটি নিশ্চিত করতে হবে যে, ত্রাণ সহায়তার ওপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে তুলে নেওয়া...