০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম ভারতীয় উপমহাদেশে এমনিতেই মন্দির-মসজিদ নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষত ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের মধ্যে মসজিদ হোক কিংবা মুসলিমদের সম্পদ, তা দখলের অপচেষ্টা সবসময়ই চলমান ছিল। যা বর্তমান সময়ে এসে আরও বৃদ্ধি পেয়েছে। এবার সেই সমস্যার আগুনে রীতিমতো ঘি ঢাললেন বলিউডের বিতর্কিত অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি পরেশ নিজ সিনেমা ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখা যায় তাজমহলের গম্বুজের নীচ থেকে হিন্দুদের দেবতা শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছে। এমন বিতর্কিত পোস্টার সামনে আসতেই ক্ষোভে ফেটে পরেছেন নেটিজেনরা। তাঁদের মতে, পরেশ আসলে হিন্দুত্ববাদীদের চাটুকারিতায় মগ্ন। শিল্পের আঢ়ালে তিনি বস্তুত হিন্দুত্ববাদীদের পারপাস সার্ভ করছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেন পরেশ। তিনি লেখেন, ‘যা কিছু...