রাতে বিছানায় শুয়ে আছেন, অথচ ঘুম আসছে না। পায়ে বারবার অস্বস্তি লাগছে; কখনো জ্বালা, কখনো ব্যথা, কখনো আবার গা ছমছম করছে। মনে হচ্ছে নাড়াচাড়া না করলে আরাম নেই। ফলে অনিচ্ছায় ঘন ঘন পা নাড়তে থাকেন। অনেকে আবার ঘুমের মধ্যেও টের পান না, তবু তাদের পা নড়ে চলে। এমন হলে এটিকে হালকাভাবে নিলে চলবে না।কারণ চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে ‘রেস্টলেস লেগ সিনড্রোম’ বা আরএলএস নামের একটি স্নায়বিক রোগের লক্ষণ। এই রোগে আক্রান্ত অনেকেই আসলে বুঝতেই পারেন না যে, তারা সমস্যায় ভুগছেন। অথচ বিষয়টি ধরা না পড়লে ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।আন্তর্জাতিক গণমাধ্যমসিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আরএলএস-এ আক্রান্ত ব্যক্তিদের সাধারণত বসে বা শুয়ে থাকার সময় পায়ে টান ধরা, ঝিনঝিনি, জ্বালা বা অস্বস্তিকর অনুভূতি হয়। তাই বারবার পা নাড়াতে ইচ্ছে...