গ্রেফতারের পর প্রভাবশালীদের ইশারায় ডিবি থেকে ছেড়ে দেয়া হয়েছে ফ্যাসিস্ট ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতি মিরাজ ইরফানকে। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসির টিম ইরফানকে রাজধানী থেকে গ্রেফতার করে। পরে ডিবি প্রধানের নির্দেশে ইরফানকে তার মামা সাজেদ বিন আমিন চৌধুরীর জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের মধ্যে তোলপাড় চলছে। একই সাথে চরম ক্ষোভ বিরাজ করছে ডিবির পুলিশ কর্মকর্তাদের মধ্যে। এ ব্যাপারে ডিবির প্রধান শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ডিএমপির মুখ্যপাত্র (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ রকম কোনো তথ্য আমার জানা নেই। নাম প্রকাশ না করার শর্তে ডিবির একাধিক কর্মকর্তা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ডিবি ছিল দেশের সাধারন মানুষের আতংকের...