নিজস্ব প্রতিবেদক : গাজার নিরস্ত্র জনগণের জন্য পাঠানো মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি বাধার মুখে পড়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এই ঘটনাকে সরাসরি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি বিষয়টিকে গভীর সহানুভূতির সঙ্গে দেখেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি দোয়া করে লেখেন, "প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।" এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ নিয়ে যাত্রারত এই বহরের উপর ইসরায়েলি নৌবাহিনীর আক্রমণ হয়েছে। বুধবার গভীর রাতে ইসরায়েলি সেনারা বহরের কয়েকটি জাহাজে উঠে পড়ে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে জাহাজের ভেতরে থাকা মানবাধিকার কর্মীদের আটক...