দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি: পিআইডি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: পিআইডি বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। অন্যদিকে রঙের হোলি খেলায় মাতেন তরুণ-তরুণীরাও। ছবি: মাহবুব আলম শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ছবি: জাগো নিউজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা...