বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধাঅ্যাডভোকেট ফজলুর রহমানবলেছেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন। বিএনপিতে জামায়াতবিরোধী হিসেবে পরিচিত ফজলুর রহমান। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার কড়া সমালোচকও এই মুক্তিযোদ্ধা। তিনি মনে করেন, ডাকসু ও জাকসুতে চমক দেখালেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ভালো ফল করতে পারবে না। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ফজলুর রহমান বলেন, জামায়াতের ধারণা আমি যেহেতু আপনার সঙ্গে খেলতে পারব না, আপনার সঙ্গে আমি ভোটে পারব না, সেজন্য তারা পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবি তুলেছে। আদতে তারা ভোটে আসবে। তিনি বলেন, মানুষ মাওলানা সাহবেদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে, কিন্ত নির্বাচনে দাঁড়াক, কয় ভোট পায় দেখবেন। তিনি বলেন, জামায়াতের ভোট ৭%। সেই হিসাব অনুযায়ী তারা ২১টা...