নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী দেবশ্রী অন্তরা। ‘তুফান’ সিনেমায় ‘লাগে উরাধুরা’ গানের মধ্যদিয়ে পরিচিতি পান তিনি। হঠাৎ করেই যেন গা ঢাকা দিয়েছেন এই শিল্পী। খোঁজ নিয়ে জানা গেল, এবারের দুর্গাপূজা কোথায় কাটালেন তিনি। চাঁদপুরের মেয়ে দেবশ্রী অন্তরা। সেখানকার শাহপুর রায়চৌধুরী বাড়িতে বহু বছর ধরে পূজার আয়োজন করা হয়। যথারীতি এ বছরও সেখানকার পূজায় অংশ নিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী। জাগো নিউজকে তিনি বলেন, ‘এটা আমাদের বড় উৎসব। সারা বছর দুর্গাপূজার অপেক্ষায় থাকি। এটা আলাদা একটা আনন্দ। এ বছরও পূজায় বাড়িতে সময় কাটালাম। আমাদের বাড়িতে প্রায় পাঁচশ বছর ধরে এই পূজার আয়োজন করা হয়। আমাদের বাড়িতে সবাই আসে পূজা দিতে, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী। কখনো খালি গলায় গান করতে হচ্ছে। সবাইকে নিয়ে সময়টা দারুণ উপভোগ করি।’ ছোটবেলা থেকেই নাচ-গানের মধ্যে বেড়ে উঠেছেন অন্তরা। শিখেছেন শাস্ত্রীয় নাচ...