আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে।” তারেক রহমান কবে দেশে ফিরবেন–এ প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। তারিখ যখন ঠিক হবে, তখন আপনারা জানতে পারবেন।” তারেকের বাবা জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৭৯ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়। জিয়ার মৃত্যুর পরে দলের হাল ধরেন তার...