জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আইনি ভিত্তি না থাকলে যে কোনো দল ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাংগারি দোকানের পুরাতন বাতিল কাগজের মত।বৃহস্পতিবার সকালে জাগপা’র পল্টন কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথ চলা এবং দেশ গড়ার দিকনির্দেশনা। সমাজের প্রত্যেক শ্রেণি পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে।রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকুরিজীবী। একইসাথে উপস্থিত হয়েছেন বাস...