ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এবার মুখ খুলেছেন এশিয়া কাপ ফাইনালকে ঘিরে। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর ভারতীয় দলের আচরণ নিয়ে তার মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ট্রফি গ্রহণের সময় এক অস্বাভাবিক ঘটনা ঘটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দল অস্বীকৃতি জানায়। এই ঘটনা তীব্র বিতর্কের জন্ম দেয়। এ বিষয়ে এবি ডি ভিলিয়ার্স বলেন, "ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। এ ধরনের ঘটনা খেলাধুলার আনন্দ নষ্ট করে এবং খেলোয়াড়দের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। ভারতের এমন আচরণ মোটেই ভালো লাগেনি।" তিনি আরও যোগ করেন, "ট্রফি যিনি দিচ্ছিলেন, তার প্রতি ভারতীয় দলের অসন্তুষ্টি বোঝা গেছে। কিন্তু খেলাধুলার...