০২ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম মসজিদ-মক্তবে কুরআন শিক্ষা হলো একটি ঐতিহ্যবাহী ব্যবস্থা যেখানে শিশুরা মসজিদ বা অনুরূপ স্থানে একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত, আরবি ভাষা, এবং ইসলামিক মূল্যবোধ শেখে। এটি সাধারণত ছোট শিশুদের জন্য প্রথমিক ইসলামি শিক্ষার একটি মাধ্যম, যা তাদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। দু যুগ আগেও ছেলে মেয়ে স্কুল, কলেজ মাদ্রাসাসহ যে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লেখা করুক না কেন? অভিভাবকগণ তার ছেলে মেয়ে বাড়ী পার্শ্ববর্তী মসজিদে হুজুরের হতে কুরআন শিক্ষা, দুয়া, কালাম গ্রহণ করতে বাধ্য করতেন। বিনিময়ে হুজুরকে সপ্তাহে দেয়া হতো বাড়ি বাড়ি উঠানো মুষ্ঠির চাউল। বয়স্ক লোকজনও কুরআন শিক্ষা গ্রহণ করতেন। এখন এগুলি রুপকথার গল্প। কোন মসজিদ কর্তৃপক্ষ আগ্রহ দেখালো, শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না কোচিং, প্রাইভেট বাণিজ্যের...